চল পেরিয়ে যাই শতাব্দীর ধূসর পাড়,
মেঘমালার সন্নিকট হতে খানিকটা দূরে--
আরও দূরে ,অজানায়--
যেথা রাশি রাশি স্বপ্ন ভিড় করে,
আছে পথ ভোলার শেষ প্রান্তে
এক সুন্দর কিনারা।
আছে বেচে থাকার মানে।
জীর্ণ কুটিরে ক্ষণিকের কল্পনা হয়ে
চল না বেচে রই।
আজ মন বড় চঞ্চল,
বঞ্চনা আর এলোমেলো হিসেবে কোণঠাসা।
এপারে নিঠুরতা,ওপারে বিষন্নতা--
মাঝে চাপা পড়ে রয়
ধুলোমাখা পুরোনো স্বপ্নেরা।
আধারেই খুজে মরি জীবনের অন্তরা।।