তোমার ছোঁয়া অনুভবটুকু
স্পশে` কাতর রয় শুধু।
সেদিন ছিল চন্দ্রগ্রহন,
উপস্থিতিটুকু গ্রাস হচ্ছিল।
আধার হল ধীরে ধীরে...
তখন আমি বসে কবিতায় 'কাপ্লেট'--
ছন্দে মেতেছি সবে।
জানালার ছিদ্রপথ হয়ে আসা আলোকরশ্মি
মিলিয়ে গেল আবদ্ধতার মাঝে।
চাপা পড়ে রইল ফিকে হওয়া স্বপ্নগুলি।
গভীর চিৎকার ভেসে এল,
তবুও পড়ে রয় কোনঠাসা স্বপ্নগুলি।
শেষ মেস একদিন তা জীবাশ্ম হল--
তুমি এলে প্রভাতে,
আলোর ঝাপটা পড়ল চোখে-মুখে!
ঘুমন্ত স্বপ্নগুলি আজ ম্রিত।