দেখ মেঘ,আকাশের গায়ে নিরব কত তারা,
মুখ পানে চেয়ে রয়
চাঁদ আসে আর চাঁদ যায়।
নীল রঙ মাঝে মাঝেই
ফিকে হয়ে যায়।
তোর সাদা-কালো আচ্ছাদন
হারিয়ে যায় ক্ষনিক,আবার ফিরে আসে।
মেঘ তোর সারা গায়ে আবীর রাঙিয়েছি,তোর মনে আছে?
তার বৃষ্টি ঝড়ার দিন,
আমার বুকে,সারা গায়ে...
তখন বর্ষাকাল,
সময়টা ছিল বেশ প্রিয় ;
সাড়া শরীর জুড়ে এল শীহরোন শত।
আর আদর মাখা বৃষ্টি-ফোটা
ছিল স্পর্শ - ঘ্রাণে মিশে।
বর্ষা তুই আবার আশিস ফিরে--
বৃষ্টি হয়ে মনোরমার বেশে;
আজ আমি যাই--
সময় পেড়নোর সময় এসেছে
যাব কালো মেঘের দেশে।।