বাইরে প্রখর রোদের আনাগোনা,
স্নিগ্ধতা মাখতে এল কত স্বপ্ন সন্ধানির দল;
ওরা লোভি,অভিলাষী....
লুঠ করে চলে সুখ
মন ভরে না ওদের পিয়াশার।


আমি বলি...
কোথায় আমার মেঘ?
কোথায় সেই সাঝের আলতা রাঙা দিন?
একফালি মেঘ চাই সিঁদুর রাঙা সাঝে;
তারপর বর্ষা এসে ভিজুক এ মন-প্রাণ
বৃষ্টি আমায় আগলে ধরে
বলবে,দেখ তোকে ভিজিয়ে দিলাম,
তোর নাম শীতলতা, তুই মলীন।
আমি বলি,
বৃষ্টি চাই!
প্রানের স্পন্দনে,
শয়ানে-স্বপণে,জাগরনে।।