রং আরো রং ছড়িয়ে পড়ছে
বাতাসের মৃদু স্পর্শজুড়ে,
যার নমনীয়তা ঘিরে বসবাস
আমাদের আধ খাওয়া শব্দগুলোর।
বলা হলনা কিছু অনুভব!
স্বার্থপর মনের মাঝেই আজো চাপা আছে
লুকোনো নোটপ্যাড বন্দী।


কিছু রং লেগে আছে শ্বেতকণিকায়
মোছে না তোমার মত,
কিছু রং সিঁথির সিদুরে বয়ে যাচ্ছে
ক্লান্ত নদীর ভরা পথ ধরে।


ক্ষত চিন্হগুলো মোমের প্রলেপ হয়ে
গলছে প্রতিদিন তোমার আমার মাঝে..


রামধনূর সাতরঙ বিচ্ছুরিত হচ্ছে
লুটানো আঁচলের অগ্রভাগ থেকে,
সে রঙে মন রেঙেছে,
শুধু ডুবছে কাগজের খেয়া বর্ষন ঘিরে...


              
                      ---দেবাশিষ