মন স্বপ্ন দেখে--
মন স্বপ্ন দেখে--
সপ্ত সাগর পার তোর সাথে,
বাসাখানি ছোট্ট,খড়ের পাতায় ছাওয়া
নীল আকাশের শামীয়ানা তলে।
আর মাঝে মাঝে মেঘের পালকে
ভেসে যাব দূর দিগন্তে--
সীমাহীনতার সীমা পেরিয়ে।
তোর মিষ্টি হাসির আহারে
ভরছে যেমন হৃদয় কুটির,
সেদিন না হয় থাকবি বুকের মাঝে
আমি প্রাণপাখি হব
বাজবে বাঁশি প্রানের সুরে
তোরেই শুধু দেখব প্রানভরে।
এখন নিজ্ঝুম,রাতের চাতক পাখি,
সন্ধ্যা তারার মিটমিটে আলোয় আঙিনা
কাল সে যখন ভৈরবী হবে
বাঁধব তারে সুরের তানে
রাখব আমার মনের কনে।।