সেই মেয়েটির আস্তানা ফুটপাতের
পলিথিনে মোড়া শব্দছকে।
স্বপ্ন তার উড়াল পুলের উচ্চতা ভাঙে
শিখড়ে, এভারেস্টের সুউচ্চে পাড়ি দেয়;
কাদম্বরী হতে চায়।


সেই মেয়েটি পরবাসিনী, প্রবাল
পাথরের মত চকচকে উজ্জ্বল নক্ষত্রের
গায়ে রামধনু আকে।
তিরের ফালার চিড় ফাটল আগলে
কন্ঠভাঙা সুরে গান গায় অমরায়।


সেই মেয়েটি অজানা নাম ধরে ডাকে
মায়ের আচল দেয় বিছায়ে,
মা হয়,মীরা হয়...
ফুটপাতে শুয়ে তারা গোনে
সাতটা ফুলের নাম ধরে
তারাখসা দেখে।


সেই মেয়েটি চাঁদ হয় প্রতি রাতে
দাদরা-ঝুমুড় তালে ছন্দ্বে জাগে,
শহুরে ব্যস্ততায় বিলীণ হয় একদিন
নিজের ঠিকানার খোজে...