কিছু শব্দ তালপাতা মোড়া
সুউচ্চে স্বপ্ন ভাঙার নিঃশব্দে
বাসা বুনছে বাবুই মনে।


কিছু শব্দ চাতকের মত চেয়ে আছে
মেঠো পথের বাঁকে,
হাহাকার শুনছে বসে।
ওরা দিন গুনতে থাকে ---
আষাঢ় - শ্রাবণ ঘনা মেঘের গুরুগুরু
চোরাস্রোত বুকে ঠেলছে
শূণ্য তেপান্তর।
উপড়ে ফেলেছে কত 'বটবৃক্ষ'।


ধু ধু মাঠে ব্যাঙাচীর ডাক
ক্লান্ত সন্ধ্যা নামছে চোখের পাতায়...
তখন শব্দেরা ঘুমোয় ক্লান্ত শরীরে,
গভীর রাতের প্রশ্ন ঘুমোতে থাকে
নরম বিছানায়।


এপাশ ওপাশ ঘুরপাক,
চার দেওয়ালের মাঝে শব্দেরা চঞ্চল
জমা মেঘ সরে গ্যাছে ঘুর্নবাতে।