তোমায় খুঁজতে যাইনি অযথা
পার্ক, রেস্টুরেন্ট বা শপিং মলে,
কি করেইবা পাব বল?
সব কি পাওয়া হয় কখনো?
হাজার প্রতিশ্রুতির মাঝে
দম বন্ধ হয়ে আসে!
ভালোবাসা নামের অশ্লীল ছোবলে
ফুপড়ে ওঠে নীলভ শরীর,
বাতাসে মিলে যাচ্ছে
শত শত বেরঙীন আহবান।


তোমায় ছুঁয়ে বাঁচতে শিখেছি
তাই ভালোবাসার মানে খুঁজিনা আর।
কেইবা বোঝে চুক্তির বাইরে জমা
লুকানো প্রেমের হিসেব নিকেস!


সবই একদিন বয়ে যাবে
নদী পথ ধরে মোহনার দিকে,
বাঁধ ভাঙতেই ভেসে যাব আমরা জোয়ারে
কাঁপতে থাকবে জাহাজের মাস্তুল
তবু ভাসব স্রোতের গতিপথ ধরে--
জানিনা কিসের টানে
ভালোবাসা নাকি অবলম্বন!