আধ খাওয়া মেঠো ধুলিমাখা পায়ে
মাঝে মাঝেই পৌঁছে যাই পুকুর পাড়ের কদমতলায়।
মাছের চাউনিতে লাল রঙের
একটা জগত, তার শেষে এক ধূসর বেলাজুড়ে
অগোছালো চিন্তাদের বাস।


অগভীর পুকুরের নিস্তব্ধতা মাখছে
পাড়ের নোনাফল,
পুরনো ঝোপঝাড়ে লুকিয়ে রাখলাম
বন্ধুর দেওয়া কদমফুল,
আঁধার এলো ঘিরে ঝোপঝাড়ে!
ঝিঁঝিপোকার কান্না শেষে
একটা নিস্তব্ধ আকাশ --
তারাদের টুপ করে খসে পড়া..
অভিমানী ধুমকেতুর মত গ্রাস করছিলো
তরুন মনের উত্তরণ।


যৌবনের সজোরাঘাতে ছিণ্ন ভিন্ন
ছিপের লাইলন,
ধুতুরা কাটায় গিলছে লাল -নীল -সবুজ
স্বপ্ন শত শত!
হারিয়ে যাচ্ছে কদম গাছটি ঘন মেঘের আড়ালে!
শ্যাওলা জমা পুকুর দিঘি হয়ে
ঝিকমিক করছে, আলো দিচ্ছে
একটা প্রাণের উত্তরনে....