আজ থেকে সেই পাঁচ বছর আগেও ছিল এমন ,
পাঁচ বছর পূর্বের দিনটি এখন দেখতে যেমন ।


সেদিন ছিল ,জোসনা রাত ছিল আকাশে হাজারা তারার খেলা ,
সেদিন ছিল পৃথিবী অদ্ভুদ সুন্দর ,
তবে সেদিন ছিল এক পরিবারে দুখের মেলা ।


পাঁচ বছর আগের কোন একদিন ,
ছেলেটি হারিয়েছে তার মমতাময়ী মাকে ,
একইসাথে হারিয়েছে তার পরিবার কে ,
কোন এক এক্সিডেন্টে মৃত্যুতেই হয়েছিল শোকের মাতন ,
আজই এই দিনে আবারো মনে হয় সুখের গাথন ।


ঠিক পাঁচ বছরের সেই দিন যেন আজ দেখা দিল তারে ,
সে যে সেদিন তার পরিবারকে দিয়েছিল কবর রাতের আঁধারে ।
এতিম হয়ে সে যে থাকতে হবে ,একাকী ভুবন যে তার একা ,
হঠাত পাঁচ বছর পর যে ,দিনটি তারে দিল দেখা ।
দিনটি আজ এসে ,তারে নিয়ে গেল চক্ষু জলে ভেসে ,
পাঁচ বছর আগের সেই রাতের আঁধারে ,
মনে করিয়ে দিল সে মুহূর্ত এবার ,
পাঁচ বছরে দুঃখ পুনরায় হল সমাচার ।
পাঁচ বছর আগে যার পরিবার গেল মরে ,
রাতের আঁধারে সে আজ গেল কবরে ।