নিঝুম রাত নয় ,নয় জনশূণ্যতা .......!!
নয় একাকী ,নিস্তবদতা নেই ,,
কোলাহল নয় বিরোধী ।


চারিপাশ আলোকিত ,মুখরিত ....
নয় কিছু অভাবী,
এত কিছুর মাঝেও আমি একাকী ।।


আকাশে রোদার আলো ,,
সাদা মেঘের খেলা ,,
রাতেও বুঝি হবে তারার মেলা ,,
কালো মেঘে নেই খেলা ....
এত সুন্দর সব আজ
হাসির কেন এত লাজ ....!!


তবুও আজ আমি একা ,,বড়ই একা ।।
একা আজ নিঃসঙ্গ পাখির মত ,,
ভালবাসার নেই কোন অতৃপ্ততা ,,
তবুও যেন হৃদয়ে যেন ভালবাসার শূণ্যতা ।।


--- আজায়রা লেখার আজায়রা লেখক