একটা পত্র পাঠিয়েছিলাম তোমার তরে ...


আমি তোমায় কিছু বলব ,বলব বলে কিছু বলা হয়নি ,
কিছু ভালবাসব ভালবাসব ভালবাসা হয় নি ।
কিছুই তো করব করব বলে করা হয় নি ,
যেন তোমায় পেয়েই সকালের স্বপনের হাতছানি ।
তাই সব কিছু করব করব বলে ,
লিখাই প্রকাশ করিলাম ...
আর তোমার তরে লিখিলাম খোলা চিঠি ।


সম্মুখ পানে চাহিয়া ,বলিতে গিয়া আমি হয়লাম ব্যর্থ ,
ব্যতিত চিত্তে ,সহ্য করিবার না পরিয়া ...
কলম যেন চাহিল না বিরতি ,
আর এক টুকরো সাদা কাগছে পডি়ল কিছু কালো ছাপ ...
তৈরী হয়ল তোমার তরে একখান খোলা চিঠি ।


একখানা কাগজে মুড়ায়য়া চিঠিখানি বাঁধিলাম ,
তবে পত্র মোর ,যেতে চাহিলনা ডাকঘরে ,
যেতে চাহিলনা তোমার তরে ...


যা আমার আমি করিবার চাহিয়াও হয়লনা করা ,
যা আমার চাওয়ার তা আর হয়লনা পাওয়া ।
খোলা চিঠি পড়ে থাকিল মোর খোলা বারান্দায় ,
একলা আর চিত্ত কাঁদিতে থাকে একলা থাকিবার চাই ।


খোলা চিঠিখানি অবশেষে দিলাম উড়িয়ে ,
মনে আশা ছিল ,
....হয়ত তোমায় গিয়ে যে মোর আবেদন করিবে পেশ ,
সে যে আর হয়ল না ,আবর্জনা এক স্তুপে যার হয় অবঃশেষ ।


আর আমার যাওয়া হয়ল না তোমার সম্মুখে ,
আর তোমার পানে চাহিয়ে হয়ল না মোর কথা বলা ,
ধ্বংস স্তুপে পড়ে থাকা সেই খোলা চিঠি ,
. . . . আর ..... !!
আমার একাকী পথ চলা ।