নির্লজ্জ আমার চোখের অনুভূতি ,
হয়ত চোখ নয় সারা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যেঙ্গ ,
চারিদিকে যে এখন আধুনিকা সব ,সব উলঙ্গ ।


নারীর কে বলছিনা আমি ,
পর্দা দিয়ে আদিমযুগে ফিরে যেতে ,
বলছি না ঘরের মায়ায় বন্দী হয় যেমন অন্ধকার রাতে ।


বলছি শুধু দিও না অধিকার তোমার শরীর প্রতি ,
পর্দা লাগবেনা ,তবে যে বিয়ের আগে স্বামী - স্ত্রী সম্প্রতি ।
পর্দা না করিলে না করিও ,এতে নয় সমস্যাবলি ,
তাই বলে নির্লজ্জের মত খোলা দেহে চলি ।


তোমার এই ফুলের দেহে ,তাহার পেট ভরে ,
ফুলের মধু করে পান করে ,
অবশেষে সে যাবে উড়িয়া যাইবে বহুদূর বহুপথ পেড়িয়ে ,
তখন পাইবে না তারে ,তোমার নষ্ট করে যাবে অনেক দূরত্ব ছাড়িয়ে ।