দেশ যাক রসাতলে ,
কতলোক কত কি বলে ,
এসব ভাবি না ,
দেশের কাজ করি না ,
কেমনে করব আমি রাজধানীতে ডুপ্লেক্স বাড়ী ,
কেমনে রাখব মন্ত্রীর জমিদারী ।
এসব ভাবতে ভাবতে সময় পাই কয় ,
ভোট আসলেই বলি ,জয় জনগণ ভালবেসেছে আমায় ,
মন্ত্রীর মন্ত্রীত্র ,জয় বাংলা জয় ।
দেশ যাক রসাতলে ,
কতলোক কত কি বলে ,
এসব ভাবি না ,
দেশের কাজ করি না ,
কেমনে করব আমি রাজধানীতে ডুপ্লেক্স বাড়ী ,
কেমনে রাখব মন্ত্রীর জমিদারী ।
এসব ভাবতে ভাবতে সময় পাই কয় ,
ভোট আসলেই বলি ,জয় জনগণ ভালবেসেছে আমায় ,
মন্ত্রীর মন্ত্রীত্র ,জয় বাংলা জয় ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১৩টি মন্তব্য এসেছে।
বেশ ভালো লাগলো
এইসময়ের বাস্তবতা ---শুভেচ্ছা কবি
এককথায় বললে, এক্কেবারে বাস্তব। ঠিকই লিখেছেন।
সহমত জানালাম।
একেবারে খাঁটি কথা !
বাহ! দারুন! অভিনন্দন কবি
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.