ভাবনাগুলো সব জমিয়ে থাকুক আমার ডায়েরীতে ,
কষ্ট গুলো সব জমে থাকুক ডায়েরী সাদা কালোয় ;
ডায়েরীর সাথে কষ্টগুলো পড়ে থাকুক অন্ধকারের আলোয় ।
তোমার যত না বলা কথা ,না বলায় চেলে যাক ,
আমার যত না বলা কথা ,ডায়েরীর পাতায় থাক ।
হঠাত্‍ একদিন খুলবে তুমি আমার লিখা ডায়েরীটি ,
কল্পিত লিখা ,অবাক করা অসংজ্ঞায়িত জ্যামিতি ।
হয়ত কয়েক ফোঁটা জল আমার ডায়েরীটে ছড়াবে ,
আরো কিছু কষ্ট সব ,আমার ডায়েরীতে জড়াবে ।
এ ডায়েরী পড়তে গিয়ে ,
জলকে বলো ,কেন তুই বাহিরে এলি বল ,
জল বলবে ...... এতো কষ্টের ভীড় কেমনে সহিব বল ।