আর কখনো জিজ্ঞেস করো না আমায় ,
কোথায় হাসি প্রদান করা হয় ?
যখন রৌদ্রের খরতাপে বিবর্ণ গোলাপ ,
তার সৌন্দর্য্যের জন্য একটু ছায়া চাই ...
যখন দুখিনী মা ,সন্তান হারানোর বেদনায় ,
সন্তানের একটু জীবনের জন্য ক্রন্দনে গেয়ে যায় ...
যখন একটু পাবার জন্য মনে আশা জাগে ,
ঠিক তখনি না পাবার বেদনায় মন অনুরাগে ...
একটু হাসি চাই ।
হাসির ভাগ কেউ কাউকে দেই না ,
দুঃখের কথা শেয়ারে ,হাসিরটা বলা চলে না ,
আর কখনো এই জিজ্ঞাসা তুমি আমায় করো না ।
দুখিনী মা যখন পুত্রের শোকে হয় শোকাহত ,
যখন হয় পুত্রহারা ,
বুকফাটানো মন তখন হয় পাগলপারা ।
ঠিক তখনি ,তখনিই চাই একটু হাসি ,
মায়ের মন যে এখন বিষের বাঁশি ।