তোমাদের অনেক স্বপ্ন থাকে, আকাশ ছোঁয়াবার।
তবে কেন,জন্মদাতার স্বপ্ন নিয়ে ভাবনা আসে না?
তাঁরাও স্বপ্ন দেখছে স,সেটা আকাশ ছোঁয়াবার নয়,
তোমার আকাশ ছোঁয়াবার স্বপ্ন সত্যি হবে,
সাথে অপমৃত্যু হবে, অপচয় হবে শুক্রাণু ডিম্বাণুর।
প্রশ্ন জাগবে মায়ের মনে মাতৃত্ব  নিয়ে।
সমাজ জানে,চাইলে শুক্রাণুর মিলন হয়।
তারা জানতে চাইবে না,তুমি কে?
তোমার সৃষ্টির জন্য সৃষ্ট ভ্রুণকে দায়ী করবে।
তারা জানতে চাইবে না, তুমি কে?
মাতৃত্ব কে আঙুল ঠেকিয়ে দেখিয়ে দিবে।
তারা জানতে চাইবে না,তুমি কে?
শুক্রাণু উৎপাদনকারী তোমার বাবাকে অপমান করবে।
এবং, তোমার জন্য তারা অপমানের যোগ্য।
কারণ, তোমার আকাশ ছোঁয়াবার স্বপ্নে,
তুমি তাকে জড়িয়েছ, যে তোমার অন্তঃসত্ত্বা,
যে তোমার শরীর স্পর্শ করেছিল,
যে তোমাকে অপবিত্র করেছিল,
যে তোমাকে পণ্য বানিয়েছিল,
যাকে তুমি নষ্ট করেছ।
পাপে পাপ জন্মে,
পাপী পাপীতে পাপী জন্মে।
তুমি নিকৃষ্ট!
চাঁদের আলোতে আলোকিত হবে,
জোসনাতে স্নান হবে কবর,
শুধু যে ভ্রুণ থেকে তুমি জন্মেছ,
সে ভ্রুণথলি ছুরিকাঘাত করবে স্বহস্তে।
তবুও তোমাকে জন্ম দেবার অপরাধ যদি মার্জনা হয়।
তুমি অমানুষ,তুমি অমানুষ।
তুমি নিকৃষ্ট!
কারণ,
তোমাকে যে ভ্রুণথলি ধারণ করেছে,
যে তোমাকে ধারণ করেছে,
সে তোমার জন্য তার ভ্রুণথলিকে স্বহস্তে আঘাত করেছে,
তাতে যদি পাপ মার্জনা হয়,
তাতে যদি মন ভাল হয়।