হয়তবা তোমার আছে বিশাল এক বাড়ী ,
বা আছে অনেক দামী গাড়ী ।।
তবে আমার আছে একখানা ছোট্ট বাড়ী ।।
হয়তবা তোমার বাড়ী সাজানো হয়েছে ,
নানান দামী জিনিস দিয়ে ,
হয়তবা আছে পড়ার রুম ,
কিংবা আছে শীতলা বেডরুম ।।
আমারো আছে সাজানো বাড়ী ,
শুধু নেই দামী জিনিসের মেলা ......
সাজানো হয়েছে রক্তের ,শ্রমের নানা বিন্দু দিয়ে ।।
নেই আমার তোমার মত কলেজ যাওয়ার গাড়ী ,
এক খন্ড জমিতে আমার বাড়ী ,
নেই আমার অনেক ধন ,


তবে আছে মমতায় ঘেরা এক মন ।।
নেই আমার রূপে ঘেরা সেই মুখ ,
নেই আমার তেমন ভাল জিপিএ ,
নেই আমার তোমার মত এত মান ......
তবে আছে আমার রক্তের ,শ্রমের সম্মান ।।


হয়তবা ,
তোমার মত থাকবে না আমার কোন আশা ,
তোমার মত থাকবেনা গরীবের প্রতি ঘৃণা ,
কিংবা না থাকবে কালোর মাঝে সাদার অহংকার ......


তেমন কিছুই নেই আমার ,
আছে মায়াভরা পরিবার ।।
হয়তবা পারব না তোমাদের মত দিতে অতিথীদের দিতে তেমন ভালো খাবার ,
তবে পারব দিতে ,,
আড্ডা হাসির মাঝে মন ভরা কিছু গল্প ,
পারব দিতে উচিত সম্মান ।।


তেমন কিছু নেই আমার ,
যা তোমার যোগ্য .........
যা তোমার যোগ্য .........
তবে আছে মাবাবার ____