আমি হয়নিতো বাহির ,বাহির আমাই টানে ,
বাহিরে বাহির হয়ে দেখলাম চিরসবুজ ,
তবুও দেখি না তোমায় রোজ ।


আশপাশ নানা রঙে রাঙা আজ ,
সবাই খুশি খুব ,তবে আমি যে মা হাসি না ....
হাসি না আমি ,কান্না আমায় টানে ,
হাসি না আমি ,চক্ষু তোমার পানে ।


মা ,আমি হতে চাইনিতো বাহির ,
বাহির আমায় টানে ।


তোমায় ছেড়ে যাচ্ছি মা ভীষণ একাকী ,
চলছে সময় ,চলছে গাড়ি ,
তোমার দূরত্ব পার ,চক্ষু নানা চিন্তা করে ,তোমার দেখা পাই ,
দূরত্ব যে বাড়তেই থাকে ,তোমায় নাহি চাই ।


আমি হতে চাই নি বাহির মা ,
বাহির আমায় টানে ,
আমি চাই নি তোমায় ছেড়ে চলে যেতে ,
দূরত্ব যে আমায় টানে ।
আমি যেতে চাই নি তোমায় ছেড়ে ,
ব্যস্ত নগর শহরে ,
তবুও শহর যে আমায় টানে ।