আকাশে আজ লক্ষ তারার মেলা ,
জোসনা এই রাতে সবাই আজ করে খেলা ।
লক্ষ প্রদীপের মতো আজ জ্বলে তারকা ,
কিন্তু আমার ,
   হৃদয় আকাশে কোন তারা জ্বলে না ।


আজ এই রাতে মা তোমায় পড়ছে খুব মনে ,
আকাশ আজ শূণ্য ,কার অভাবে কাকে যেন চায় ,
কোথায় তুমি হারালে ,কোন অজানায় ?
লক্ষ তারার ভিড়ে ,একটি তারা জ্বলছে জ্বলজ্বল ,
সেই তারা দেখে আমার চোখ করে টলমল ।


তারা হয়ে, মা তুমি আছ ওই দূরাকাশে ,
একটি সিক্ত তারা উঁকি দেই একাকী ,আমার আকাশে ।
মা ! আজ তুমি কেন ছেড়ে গেলে আমায় ?
মা আজো ভুলতে পারি নি তোমায় ।
কেমনে ভুলব আমি তোমায় ,কেমনে দিব স্বান্তনা ,
কেমনে একাকী থাকব আমি ,দিলে এ কোন বন্ধনা ।


মা তোমায় কত কষ্ট দিলাম ,দিলাম কত বেদনা ,
তাই মনে হয় অভিমান ,তাই কাছে আসনা ।
তবুও মা তুমি ফিরে আস ,তুমি আমার কাছে ,
তোমায় আমি রাখব মা !শত আনন্দের মাঝে ।