মা ,কার জন্য আমার বাড়ী ফেরা ?


মা ,কার জন্য আমার বাড়ী ফেরা ?
বাড়ি ছাড়িয়া আমি যখন ওপারে জন্ম নিলাম ,
যখন কাজের ব্যস্ততায় ,একটু ঘাম শুকোনোর বিশ্রামে ,
যখন কাজ শেষে কাজের বাড়ী ফিরে ,
তখন যদি কেউ ফোনালাপ করে ,
যখন কেউ যদি আলতো ভালবাসায় বলে ,
মা তুমি আছ কেমন ?
কেমন আছে তোমার শরীর ,সুস্থ তো তুমি ?


তখন বুক ফাটিয়ে কান্না আসে ,
তখন মনের মাঝে আগুন জ্বলে ,
ফোন করে যে কেমনে কথা বলি ,
কেমনে যে তোমার দেখা পাই ,
তুমি যে মা অন্তিম শয়নে ।
তুমি যে মা অন্তিম শয়নে ।


কার জন্য যে আমার বাড়ী ফেরা ,
কার জন্য যে আমার ঘামে ভেজা ,
কার জন্য যে একটু বিশ্রাম ,
আর কার জন্যই বা একটু সুখ ??


বড়ই কষ্ট সে মূহুর্ত মা ,
কাঁদতে চাইলেও পারি না ,তোমার সাথে যে দেখাও হয়না ,
হাসতে গেলেও কেমন আসে জল ,
শুধুই যে চেয়ে থাকা তোমার অন্তিম শয়ন ,
নয়তোবা আমার ঘাড়ে আটকে থাকা ,
চারী খুঁটির এক খুঁটি কাঁদে নিয়ে ,
তোমায় নিয়ে যাওয়া ।
আর অবশেষে ওইযে তোমার দেওয়া ,
আমায় ওই একটি ছোট্ট উপহার ....
তোমারি অন্তিম শয়ন ,
তোমারি অন্তিম শয়ন ।