বিধাতা তো চেয়েছেন ,বলেছেন _
মানুষ মানুষৈ ;সৃষ্টির সেরা জীব ,
অমানুষ হয় তখনৈ যখন বৈষম্য বাঁধে ধনী আর গরীব ।


মানুষ কখনো চাই না হতে ,
সৃষ্টির সেরা জীব ,
মানুষ মানুষের মধ্যে সেরা হতে মত্য ,
সেরা থেকে দূরে নিয়ে যায় এই মনুষ্যত্ব ।


ধনী গরীব ,লাল রক্ত সবার দেহে ,
সবাই থাকে পৃথিবী নামক এক গৃহে ।
হানাহানি আর নয় ,আর নয় অরাজকতা ,
ভালবাসার মাঝে থাকব সবাই ,
থাকব সবার মাঝে ,
প্রমাণ করব আমরা সেরা জীব ,
আমাদেরই কাজে ।