বস্তির জরাজীর্ণ কুডি়ে ঘরে বাস করি আমি ,
ঘরের আশেপাশে সিটি কর্পোরেশনের ডাসবিন ,
আবর্জনার গন্ধে থাকায় দুর্বিষহ যেথায় ,
সেখানে আমার বাস ।


আশপাশে চলা গাড়ি ,
পাশে ফুটপাত ,
হয়না ঘুম আমার ,
নষ্ট আমি ,দুঃসহ আমার রাত ।


আবর্জনার মাঝে বাস করি বলে নষ্ট আমি ,
কত মানুষের কত ধারণা ,কত হিংসা ,
নষ্ট আমি ,আমায় নিয়ে কিসের ভাবনা ....


আমি থাকি দুতোলা এসির রূমে ,
কোথায় ওই বস্তির কিংবা ফুটপাতে নষ্ট ছেলে ,
কোথায় আমার টয়লেট বাথরূম ,
কোথ থেকে তার এত সাহস মেলে ।
নষ্ট হলেও আমার ,
ল্যামপোস্টের সামান্য বাতিতে পড়ার খুব সখ ,
কিছুই নেই আমার আছে একখানা কাষ্ট আর একখানা ভাঙা চক ।
রাস্তার ধারে বসে আমি খুবি বড় হব ,
ধনীর ভাবনায় নষ্টের মাঝে খুবি ভাল রব ।
পড়ালেখা করে যদি অনেক বড় হতে পারি ,
তবে নষ্ট আমি ,হবেনা গাড়ি বাড়ি ।
নষ্ট বলে ভেবো না ,
আমিও একটি জীবন ,
আমারো আছে একটা নষ্ট মন ।
সবারো আর থাকে না বড় বাড়ী ,
যদি সবার থাকত সুখ রাশি রাশি ,
তবে নষ্ট আমি হতাম না বস্তিবাসী ।
হাতে ভর্তি ,সুইটকেস বর্তি আমার নেই টাকার ব্যাগ ,
এই সব চিন্তাই দুষকর আমায় ,
যখন ,যেখানেই থাকি ,সেখানেই আমাদের মূত্র ত্যাগ ।
তবে বলি আবারো ,
বস্তিবাসী বলে ভেবো আমি নষ্ট ,
বস্তিবাসী নষ্ট এই সব বলো না আমায় ,
আমার মনে বড় কষ্ট ।