অধোরাতে অফিস শেষে বাড়ি ফেরার পথে ,
যখন দেখেছি ঘাট নোয়ানো এক বৃদ্ধা ,
শীতের কাতরে ,ছেড়া এক চাদরে শরীর ঢেকে কাঁপছে ,
আমি একটুও অবাক হয় নি !


বহিরাগত ছেলের মা বাবাকে যখন বৃদ্ধাশ্রমে দেখি ,
যখন দেখি বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস উপলক্ষে ,
সেমিনার ,সিম্পোজিয়াম আর কনসার্টের অনুষ্টান ,
আর সেই একই অনুষ্টানে গলায় প্লেকার্ড লাগিয়ে ভিক্ষা করে যুদ্ধাহত কোন এক মুক্তিযুদ্ধের পরিবার ।
তখনো আমি অবাক হয় নি ....