পাগলী আমার ঘুমিয়ে গেছে ,
রাতের খাবারটুকুও খায়নি সে ,
মায়ের কাছে সে যাবেই যাবে ,
বায়না ধরেছে যে ...


মা যে তুর ডালিম তলায় ,
তুকে ফেলে একা ঘুমায় ,
পাগলীকে আমায় দিয়ে গেল সে ,
আসে নি আর ফিরে ,
কেমনে তুকে নিয়ে যাব ,থাকে সে কোন নীড়ে ?


পাগলী তুই বুঝিস না কেন ,
মাকে যে আর দেখবি না ,
ধুর পাগলী ,
বাবা যে তুর পাশেই আছে ,
চোখের জল আর ফেলিও না ।


আচ্ছা মা আর জল ফেলিও না ,
আর কেঁদো না ,
মায়ের কাছে নিয়ে যাবই যাব কাল ,
বাবার সাথে আর করো না অভিমান ।


ওই খোকীর মা ,
কেন দিয়ে গেলে আমায় ...
অবুঝ শিশুর ,এই অবুঝ বন্দনা ...
মিথ্যা কথায় আর কতদিন দিব আমি ,
আমার পাগলীকে সান্তনা ,
যদি পার আমার পাগলীর জন্য ,
একটিবার ফিরে আস না ।


অনাকাঙিত একটি লিখা ,কোন অর্থ নেই বটে ,ভুল ত্রুটি ক্ষমা করবেন ....