অবশেষে অন্ধকার প্রদীপ নিভায়ে দিয়া গেলে ,
অন্ধকার প্রদীপ শুনিয়া নিশ্চয় হাসিয়া উঠিলে ,
তাহা আমি জানি ,তাহা আমি জানি ...
তোমার অভিনয় ছিল তাহা আমি মানি ,
তাহা আমি মানি ...


আলোক ছিল না মোর প্রদীপে ,
হঠাত অকারণে কাছে এলে ,ভালবেসে গেলে ,
আলোক প্রদীপ না জালায়ে জালিয়ে গেলে অন্ধকার প্রদীপ ।


শুনিয়া লও আজ তুমি ,
আলোক আর অন্ধকার প্রদীর এ দুই থাকে অন্ধকার পূর্ণিমারাতে ,
তবে নিভিয়ে গেলে তুমি ,আলোক ছিল যাতে ।
তবে অন্য জনের সহিত এমন না করিও তুমি ,
যদি না পার জালাইতে আলোক ,
তবে যেন না জালাইও অন্ধকার প্রদীপ ।


অকারণে যেমন তুমি কারো জীবনে অন্ধকার জ্বেলে গেলে ,
হয়ত এমনি অকারণে তোমারো আলো চলিয়ে যাইবে ডানামেলে ।
আমি না হয় করিলাম তোমায় ক্ষমা ,
আর কারো সহিত এমন করিলে যে হয়বে অনেক পাপ জমা ।