মাগো ,আমারো বড় সাধ জাগে তোমার সাথে যেতে ,
যেতে ইচ্ছে করে তোমার সাথে একই বেশে ,
মাগো কেন আমার আগে ?
তোমার বেলা ফুরিয়ে গেল শেষে ।


মাগো ,আমার লাগি তোমার কত বিসর্জন ,
আজ আমায় ছেড়ে চলে যাওয়ায় কাঁদলনা তোমার মন ?
আজ কেন আমায় একাকী করে গেলে দূরপরবাসে ,
কেনইবা আজ ছোট্টবেলার মত চোখ দুটি জলে ভাসে ?


কত সাধ ছিল ,একসাথে যাব সাদার চাদরে ,
আগের মত পরকালে থাকব মা ,তোমার আদরে ।


একসাথে যদি নাইবা গেলে ,
তবে বিধাতা ,আগেই ফুরিয়ে দিতে আমার বেলা ,
কেনই দিলে ?
ধরণীতে এমন দুখের মেলা ?


শেষ দেখায় মা ভরে না আমার মন ,বুঝে না সে ,
তোমায় পেতে চাই কিছুক্ষণ ,
কোন অভিমানে মা চলে গেলে ,
কেন মনে অভিমান অকারণ ?


চলে গেলে দূর পরবাসে ,নিলে না আমায় ,
তবে মা দিও আমায় অদৃশ্য তোমার আদর ,
যতদিন না মা ,
আমি পরছি না বেলা ফুরিয়ে যাওয়া চাদর ।