ভোরের আলোয় আর জাগবেনা এ পৃথিবী ,
হয়ত অন্ধকারে আধাঁরে থাকবে সারা পৃথিবী ,
পাখির ডাকে ভাঙবে না আর ঘুম ,
সেদিন নেই বেশী দূর ,
যেদিন আমি তোমায় নিয়ে আর লিখবো না ,
যেদিন তোমার কথা ভাববো না ,
খুব বেশী দূরে নেই সে দিন ,
যে তুমি হাজারো চাওয়ায় পাবে না আমায় ।


সেদিন নেই বেশী দূরে ,
যেদিন আকাশে সাদা মেঘ ভাসবে না ,
কালো মেঘেও আকাশ ভরবে না ,
চাঁদের আলোয় আর জোসনাও হবে না ,
বসন্তের সাজেও সাজবে না এ মন ....


তবে এটা মানছি যে ,
তোমায় নিয়ে সারা রাত দিন ভাবি ,
তোমার জন্য কবিতা লিখি ....
তবে যে সেদিন বহুদূর নয় ,
যেদিন আমি আর তোমার কথা ভাব না ,
তোমায় নিয়ে গান লিখবো না ,লিখবো না কবিতা ,
যেদিন হাজারো চাওয়ায় ,
হাজারো কান্নায় ,খুঁজে পাবে না আমায় ....!


পৃথিবী একটায় ,একটায় ছিল স্বপ্ন ....
একটায় চাওয়া ছিল ,একটায় ছিল সাজানো সংসার ,
একটায় ছিল ,কল্পনা ....
সারা পৃথিবীতে যখন ছিল একটায় ,
হয়ত আজ না সেদিন খুঁজে পাব এই চাওয়াকে ,
পূর্ণ হবে এই পাওয়াকে ,
তবে সম্মুখ পানে চাহিয়া থাকবে ,
নয়ন ভেজা কিছু না বলা ,অকল্পিত কিছু বাণী ।
সাথে অচেনা দুটি চেহেরা আর না দেখা অন্য দুটি মুখ ।