যখন সব সত্য দোয়ার ঘিরে এসে দাঁড়ায় ,
যখন সাজানো মিথ্যে দৌঁড়ে পালায় ,
যখন মিথ্যের ক্লান্তি আর বিশ্বাস হারায় ,
ক্ষমা তো নেই আর ,সত্য যে মোরে জ্বালায় ।


যখন মিথ্যেকে সত্য করে ,
অসহায় কোনজনকে আড়ালে ফাঁসায় ,
যখন গরীবের আর্তনাদ চিতকার দেখে ,
আড়ালে সে নিজেকে নিজে হাসায় ,
যখন মিথ্যেকে সত্য করি না রেখে হুশ ,
মানুষ হয়ে নিজ মনুষ্যত্বকে করে বেহুশ ,
তখন দুখীর দুঃখের চটপট দেখে হৃদয় ,না দেই তাড়া ,
যদি তখন মানুষের মনুষ্যত্ব দেই নাড়া ,
সত্যে অলোকিত হবে পৃথিবী ,
সুখে ভরে যেত মন ,
পৃথিবী আর মানহানী হবেনা তখন ,
মিথ্যে যদিও নাড়া দেবে যখন ,
সত্যে যে শক্তি ,তা করবে স্বরণ ।