প্রাণ আছে তবুও বৃক্ষ কে প্রাণী বলি না,
আলাদা করে ফেলে দিয়েছি তাদের।
আমাদের দেহের মত কি,
তাদের শরীরেও ফোসকা পড়ে?
সুখ দুঃখ কি তাদের জীবনে আসে?
বোবা বৃক্ষ, কথা বলে না,
অন্ধ বৃক্ষ, কষ্টে কাঁদে না,
বধির কি তারা?
জানা যাই নি।
হয়ত আমাদের দুঃখ শুনে,
তারা হাহা করে হাসে।
বধির মানুষ,তা শোনে না।


আমাদের সঙ্গী আছে,
বৃক্ষেরা কি একা সারাজীবন?
তাদের ছায়ায় শান্ত হয় কৃষক,
আমাদের ছায়ায় রক্ষা নেই কারো।


আচ্ছা,বৃক্ষরা সুখী নাকি অনেক দুঃখ তাদের?
মন কি আছে তাদের?
নাকি অনুভূতি শূণ্য?


হয়ত,
আমরা দুঃখ বলে বেড়ায় বলে,সুখী না।
বৃক্ষ তা পারে না, জমিয়ে রাখে হয়ত।