একা একা আনমনে বসে বসে ,
শুধুই অনর্থক আমি ভাবি ,
পায়ে হেঁটে হেঁটে পৃথিবীটা ,
যদি একবার ঘুরে আসি ।


দিন রাত আসে আর যায় ,
স্বপ্ন যেন স্বপ্নেই রয়ে যায় ।
ভুবনে ভবঘুরের মত ,
একবার আমি ভুবনটা দেখতে চাই ,
হাজার হাজার রঙএর মানুষের মনটা ,
হাজার হাজার মানুষের কষ্টের ভাগিদার ,
আমি হতে চাই ।


আমার শুধু ইচ্ছে করে ,
পৃথিবীর সব দুখী মানুষের সাথে মিশি ,
সব দুখীদের দুঃখ নিয়ে সাথে যেতে ,
দুঃখগুলোকে সব সাথে নিয়ে ,সুখ নিয়ে যায় মেতে ।


ভুবনের সব দুঃখকে এক সাথে করে জড়ো ,
সুখের পথে যাব বারংবার ,
ভুবন আর অসহায় জাতিকে ,
পথ দেখাবই আমি ,এই অঙ্গীকার ।