কোথায় তুমি?
হাজার নক্ষত্রের মাঝে চন্দ্র সূর্য অথবা তারা হয়ে
হয়তো আছো স্বর্গ কিংবা নরকে
তুলা যন্ত্রে কি মেপে তোমার উওয়াধি দেয়া হয়েছিলো?
নাকি ওজনের তারতম্য হয়েছিলো
ভেবেছো কি কখনো?
ভাব্বেই বা কি করে সময় তো ফুরিয়ে গেছে
আত্নদর্শী হতে।
নাই পেতাম এ জীবন অন্তত আজীবন অপরাধবোধে ভুগতে হতো না
কি বলো! বলার ভাষা তো হারিয়ে ফেলেছ
কেন!
এ কি ছিল অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ
নাকি নিছক ধ্রুততা!
যন্ত্রণার হাত থেকে নিজেকে করেছো পরিত্রাণ
তোমারই কারণে আজ আমি কীটের সন্তান।