আজ আমার জীবনের উপার্জন শূন্য
তবু মনে ভিতর শত শত দৃশ্যের জন্ম
বিষাদশূন্য মনে এত যাতনা কল্পনা
যা সত্যি হবার নয়
আশা ছিলো মস্ত লায়েক
ঘুনে খেয়েছে মন
খেয়েছে শরীর
নিস্তেজ হয়ে পড়ে আছে
মরাদেহ যেন।
লোকে বলে এতো মড়া
পোড়াও নাহয় কবর দাও।
মায়া  তো সকলের ছিলো
তাও আজ শূন্য।।