চলে যাচ্ছি তোমাদের শেওলা ঘেরা জীর্ণ পাঁচিল ডিঙিয়ে-
দুরন্ত অশ্বখুরের ন্যায়।
চিলেকোঠার রক্তাভ সব মুহূর্ত তোমাদের জন্য রেখে যাচ্ছি....
রেখে যাচ্ছি অন্তমিলের ফিকে সন্ধ্যা।
যেখানে অনুবাদ হয়েছিলো হৃদয় এবং ব্যথা।
কতোক নিশিগন্ধার সুবাসের মতো-
হারিয়ে যাওয়ার বিবিধ কারণ থাকতে পারে।
থাকতে পারে বৃষ্টি এবং শব্দের লেনাদেনা।
এসব আসমানি ধূসর-
খুব যত্ন করে পাঠ কোরো।
যেখানে হঠাৎ মেঘ ঘনায় নালিশের দুপুর জুড়ে;
হাওয়াতে ভেসে আসে সলিলের ঘ্রাণ;
কবিতার মতো অজস্র সৃষ্টির সুখ
সব, সব ছেড়ে চলে যাচ্ছি।
রেখে যাচ্ছি আমার কল্পিত আয়ুরেখা;
নিষিদ্ধ রক্তজবা;
ভোরের শালিকের মতো নিভৃতে তাড়া খাওয়া- নরম প্রকৃতির সবটা জুড়ে রেখে যাচ্ছি আমার দীর্ঘশ্বাস।