অর্ধপূর্ণিমার রাতে আমি কবিতা লিখায় ব্যস্ত হই না।
যেহেতু পৃথিবীতে আরো আলো আসতে বাকি।
তারচে' ভাবি, প্রাক্তনের আকাশ সম্বন্ধে-
যেখানে হরেক রঙের ঘুড়ি দোল খায় স্বপ্নের বাতাসে।
অন্যদিকে-
মৃত নক্ষত্রে ভেসে বেড়ানো আমার আত্মা হারিয়ে ফিরছে গৌধূলির ম্লান আলো।
ব্যলকনির ক্লান্ত আয়োজন শেষে-
আমার রয়েছে সুদীর্ঘ প্রতীক্ষা এবং প্রিয়োর চোখে নিবন্ধিত ব্যর্থতা।
সময়ের সাতপাকে-
হারিয়ে ফেলা কুড়িটি প্রিয় বসন্ত-
আর কি কোনোদিন ফিরবে না ডাকপিয়নের খামে ভেসে?
এসব প্রশ্ন মস্তিষ্কের নিউরনে অনুরণিত হয়।
অথবা
চৈত্রের রোদ ফুড়িয়ে এলে ফাল্গুনের সেরা দিনটির কথা স্মৃতিতে বাজে।
কতো দ্বীপ-শিখা জ্বেলেছিলাম হৃদয়ের কার্নিশে।
পরিচিত জনের হাত ধরে প্রথম যৌবন গিলে খেয়েছি রঙ চা'য়ে।


এখন সময় এগিয়ে এলে অতীতের চৌকাঠে কান্না সাজাই।