এখানে দাঁড়িয়ে কাঁদলে আলো ঠের পাবে না!
অন্ধকার বাড়িয়ে দেবে শাশ্বত হাত।
এই ভাবতে ভাবতে হিমালয় গলে গ্যালো!
বয়ে গ্যালো এক অযুত নদী।
তোমার কাছে ঋণী-
সবুজ পথ।
জলের বিস্তৃতি নিয়ে জড়িয়ে আছি-
ঠোঁটের আহ্লাদে।
ঘুমচোখে বিচূর্ণ রাত----
খণ্ডিত হৃদের ভেতর সন্ধানী ভোর।
সময়ের কারাগারে হলুদ খাম
চিঠি পাঠিয়েছে দর্পণ!
জানিয়ে লিখেছে-
এখানে দাঁড়িয়ে কাঁদলে আলো টের পাবে না!
অন্ধকার বাড়িয়ে দেবে শাশ্বত হাত।