বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে!
পূর্ণিমার রাতে যার বিরলতা
সুখের মতো।
মেঘ উৎসবের আঁধার ছুঁয়ে-
ঘুমাও নি জানি।
যান্ত্রিক কোলাহলে গা ভাসিয়ে হয়তো
ভুলে গ্যাছো ব্যালকনির প্রতীক্ষিত মানুষের কথা।
আমিও
মোম জ্বেলে স্মৃতি পোড়াচ্ছি।
মুদ্রানীতিতে অবশ হয়ে আসছে পাঁজর।
ক্রুশবিদ্ধ মস্তিষ্ক এক এক কোরে পাঠ করে নিচ্ছে সকল দহন।
কুয়াশার হিমে রেখে আসা-
একুশটি শীত।
বসন্তের ঝরাপাতায় গেঁথে রাখা কাব্যিক সুখ সব,
সব লীন হয়ে আসছে
বিষণ্ণ আঁধার ছুঁয়ে।
আর তোমার নামে কেবল পাঠ করে নিচ্ছে সকল দহন।