লোকটি আলোর দিকে তাকিয়ে গোগ্রাসে অন্ধকার গিলছে-
আর অপেক্ষা করছে......
একটি উৎফুল্ল সকালের।
দগ্ধ হাওয়া বুকে এসে লাগলেই টান পড়ছে পাজরে।
ঝরে পড়ছে খণ্ড খণ্ড প্রার্থনা।
ঘাসের প্রাণ তার!
অনেক কাল মানুষের স্পর্শে ক্ষয়ে গ্যাছে বিভ্রমের শ্রী।
উন্মত্ত সব সুখ ভাবলেই কেঁপে উঠছে অস্তির ব্যথা।
কতো ঢেউ ভেঙে
তাকে যেতে হবে স্বপ্নের কাছে।
জানে না।
সে জানেনা।
আফ্রোদিতি তোমাকে সে ভালোবেসেছিল।
তুমি জানো কি?