কোথায় অভিপ্রয়াণ করো?
কোন অসুখের দেশে?
নিষিদ্ধ গন্ধমের আকর্ষিত
রাত্রি এখানে লুটে পড়ছে
এদিকে থাকিয়ে দ্যাখো-অবনমিত সব নরম দুপুর
শয়ান শেষে ঘরে ফিরছে।
কুয়াশায় দায়বদ্ধ শীতের কোনো ব্যস্ততা নেই....
বাতাসের গাঁয়ে কেবলই জমছে ধুলোর অভিমান।
অনধিকৃত সব বিষণ্ণ জড়তার গা ছিঁড়ে খাচ্ছে, খাক।
কোলাহল এড়িয়ে চলা দুরন্ত মিথ
নক্ষত্রের মতোন আছড়ে পড়ছে দুধেভাতে!
সকরুণ নেত্র মেপে যাচ্ছে সময়ের অভিসম্পাত।
আমি বিকেল জুড়ে ভালো আছি-
ঘাসফুলের মতোন।
শতবর্ষী অভিমানে পুড়ে পুড়ে তুমি কেমন আছ?