নির্জনে নির্ভীক একাকিত্বের সঙ্গী কিংবা-
কঠোর যাতনায় দম বন্ধ পরিবেশে নিঃশ্বাসের শব্দ।
কথা গুলো বড় এলোমেলো অগোছালো।
সবকথা বুঝতে পারি বলেই পাখির নীড়ে পাখির বাচ্চা দেখি।
দেখি-ছোট ছোট পাখির ছানা—
চিঁ চিঁ করে ডাকে বাবা মা পাখির জন্য-
কবে একটু স্নেহ একটু খাবার নিয়ে আসবে ।
ডানার নিচে আশ্রয় দিবে প্রখর রোদে অথবা-
প্রবল বর্ষায় ভিজে ছানা গুলোকে বাঁচাবে।
সব কথা বলা যায়না কিছু কথা বুঝে নিতে হয়।
একটু স্নেহের আশায় সেই দক্ষিনের—
পাখিও দেশে আসে অতিথী হিসেবে—
আর কিছুই চায় না পাখি গুলো ।