আঁধারের প্রেতাত্মাকে তবু বিশ্বাস করা চলে—
তবুও নিজেকেই বিশ্বাস করতে লাগে ভয়—
ভয় হয় নিজের সাথে নিজের কথা বলতে—
এমনকি মননে কোনো কিছু ভাবতেও ভয় হয়—
মনের অজান্তেই কেউ জেনে যাবে নাতো—
জেনে গিয়ে ঘটাবে নাতো চরম সর্বনাশ—?
চারপাশে এতো বিশ্বাসঘাতকেরা ঘুরছে—
যার মাঝে নিজেকে বড্ড বেশি লাগে অসহায়—
কাছের দুরের রক্তের মানুষ কেন এমন হয়—
বিশ্বাসের মূল্য কেন সবাই এতো কম দেয়—
আজ ঘরে ভয়,বাইরে ভয়—
কখন যেন কি হয়—
কখন কে করে আঘাত,তার নাই ঠিক—
মন তাই বারে বারে হয়ে যায় বেদিক—