আমি খুবই সামান্য,একেবারেই তুচছ,
নগন্য আমি,হয়ত বা কিছুটা অস্পৃশ্য ৷
নেহায়েত এ উৎসবে একটু স্নেহের লোভে,
অবাঞ্ছিত হয়ে এসে গেছি কিছুটা নিরবে ৷
এসব ইচ্ছাকৃত কাঙ্গালীপনা আর,
কিছু বেহায়াপনায় সম্বল আমার ৷
অনেক দিন কেউ স্নেহভরে ডাকেনি বলে,
আমি এসে যায় মিথ্যা অজুহাতের ছলে ৷
এই ভরা মজলিশের আনন্দ-উচ্ছাসে,
জানি,বড় বেমানান আমি সবার কাছে ৷
তবুও কাধের উপর একটা ভদ্রতার হাত,
কারো অনিচ্ছাকৃত কাষ্ঠ হাসি,বাজিমাৎ ৷
চলে যেতে না বলার বদান্যতায়,
আমি খুবই প্রীত অপার মুগ্ধতায় ৷
ইচ্ছে করে ভুল করে কারো ইশারায়,
আত্মসুখে থাকি অকারন অনর্থক সাড়ায় ৷