জীবন সাগরে ভেসে চলেছি আজ শত শত বছর ধরে,
কত খুঁজেছি তোমাকে—
চারিদিকে শুধু ধু-ধু মরুভূমির মরীচিকা!
সূর্যের রক্তিম আভার মতো, তোমার কোমল হাসি—
আজ ম্লান হয়ে গেছে!
অস্ত রাগের, আবির রাঙা তোমার কপাল, আজ
দূর কত দূরে ৷
চোখ বুজলে অদৃশ্য জোনাকি—
আকাশের অন্ধকার পটে, কেবলই—
তোমার ছবি আঁকে নিভৃতে!
নদীর চিকন কালো জলের মতো কেশ,
কোন অদৃশ্য মায়াজাল বোনে, নিশির স্বপনে!
আমি প্রবাসী আজ, কেটে গেছে,
বহু শত সহস্র যুগ প্রতীক্ষায়—
কত দিন খোঁজ পাইনা আর ৷
হৃদয়ের আঙিনায়, কেবলই ভাসে
জ্যোৎস্নার মতো কোমল তোমার অস্পষ্ট মুখ!
এখনও চলেছি খুঁজে, স্বপন সন্ধানে—
জীবনের রিক্ত হাহাকার, গ্লানি মুছে ফেলে!