হারিয়ে যাচ্ছি ঝরে যাওয়া কোন গ্রহ নক্ষত্রের মতো—
বিলীন হয়ে যাচ্ছি ক্ষনে ক্ষনে প্রকৃতির মাঝে থেকে
মানবের ন্যায় ডাইনোসরের মতো—
সময়ের ধুসর ফ্যাকাসে রঙের অতলে
চেপে যাচ্ছে টিকে থাকার অদম্য বাসনা—
চুষে নিচ্ছে এই নির্মম সময়
ভ্যামপায়ারের মত সব হাসি আনন্দ—
জীর্নছিন্ন জর্জারিত কোন মরিচীকার মতো
ঠিকানা বিহীন পড়ে আছি শাহারা বালুচরে—
ভূকম্পের মত আর্তনাদ চলে বুকে
মেঘের গর্জনের মত ঘন্টা বাজে ক্ষনে ক্ষনে—
বৈরী আকাশ অবাধ্য বষর্ণ ভিজে যায় হৃদয় নামক একটা পৃথিবী—
বড় নিঃসঙ্গ লাগে এই ঘোলাটে পৃথিবীর প্রেম—
চোখ জুড়ে এখন শুধু বিষাদে পরিপূর্ণ—
ভালো থাকার অভিনয়ে আজকাল আমি বড্ড পারদর্শী—