এই যে আমি সারাক্ষনই দেখো কেমন  স্পষ্ট থাকি!
কেউ কি জানে ভিতর ঘরে কতখানি কষ্ট রাখি?
এই যে আমি আমার মত রাত বিরাতে জেগে থাকি!
কেউ কি জানে ভীষন চাপে কেমন করে ব্যাথা ঢাকি?
এই যে আমি আমার মত দেখো কেমন ভালো থাকি!
কেউ কি জানে শুন্য ঘরে পূর্ন হবার ছবি আঁকি?
এই যে আমি সবার মত করছি ভীষন হাসাহাসি,
কেউ কি জানে বদ্ধ ঘরে একা একা কাঁদছি নাকি?
এই যে আমি আমার কথা বলছি দেখো দিবারাতি,
কেউ কি জানে আরো কথা রাখছি কিনা বাকী?
এই যে আমার বুকের ভিতর কষ্ট কেমন জমা রাখি,
কেউ কি জানে নিজের ঘরে কেন আমার এই চালাকি?
এই যে আমি নিজের মত নিজের সাথে থাকি!
কেউ কি জানে নিজকে আমি কতটা দেই ফাঁকি?
তবু আমি আমার মত আছি ভীষন ভালো,
আমার ঘরে দেখো কেমন জ্বালছি সুখের আলো...