হয়তোবা নগণ্য তালিকায় নিজেকে যুক্ত করেছিলাম—
তবে একরাশ ভালোবাসা নিয়ে যখন এগিয়ে ছিলাম—
মনে হতাশা নিয়ে ফিরবার কোন অবকাশ ছিল না—
সম্মুখে এলো দূরদূরান্ত হতে দুনিয়ার বহু বিলাসিতা—
সব ছুড়ে পদদলিত করে এগিয়ে ছিলাম—
শুধুই একরাশ ভালবাসা নিয়ে—
বিলাসিতা যেখানে ছিলো বড়ই মূল্যহীন—
আমি ছাড়া নিঃস্ব আমারই কাছে—
তুমি ছিলে-তুমিই আছে-তুমি আছ—
যে আজও অব্দি আমারই থাকবে—