আমি ঘুমুতে পারিনা
সহস্রাব্দের নিষ্ঠুরতা৷
আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে৷
আমি ঘুমুতে পারি না।
আমার দুটো শ্রান্ত আঁখি
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে৷
মুহূর্তেই বীভৎস স্বপ্ন দেখে আঁতকে উঠি৷
:
আমি ঘুমুতে পারি না।
মানুষ তো আমি !
কে বলবে এই কথা মিথ্যে ?
জেগে জেগে কত যে স্বপ্ন দেখি প্রতিদিন !
দেখি আর ভেঙে যায়,
ভেঙে যায় আবার শুরু করি।
স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন চলে যায়৷
:
আমি ঘুমুতে পারি না।
আমি মরে যায় প্রতিরাতে মরে যায়৷
দুচোখের জল শুধু ঝরে যায়৷
কারনে অকারনেই মরে যায়৷
ভোর হলেই আমি বেঁচে যায়৷
কর্মক্ষেত্রে আবার ফিরে যায়৷
এ ভাবেই জিবন আমার কেটে যায়॥