সাতাঁর না পারা মানুষের মতোই
হাপাচ্ছি প্রতিনিয়ত ।
চারিদিকে এতো জ্ঞানী-গুনী!
কেউ দেখে হাসঁছে আবার
কেউ করছে না দেখার ভান।
ভালো লাগছে তবু ভালো লাগছে
বেচেঁ আছি এই বলে ।


হয়তো একদিন আমিও শিখে যাবো সাতাঁর
সেই মুহুর্তে কেউ এসে বাড়াবে দু'হাত ।
হয়তো তখন প্রয়োজন হবে না সেই হাত ।
ছলনা আর স্বার্থপরতার রূপ কখনো শিখিনি বলে
তবু আমি ধরবো মমতায় সেই হাত।
নয়তো আমি হব যে, তাদের মতো মুখোশধারী ৷