পরশ্রীতে কাতর যারাই
সয়নি কারোর সুখ,
কারোর ভালোয় দেখলে পরেই
করেই গুমরা মুখ।
দুঃখ দেখিলে হাসতে থাকেই
তাইতো অশুর দল,
এসব হতেই রইতে তপাৎ
চাইরে মনের বল।
ভালোবাসার চলন ছালেই
দুষ্ট মুখের হাসি,
সুযোগ বুজেই ফেলবে কুয়ায়
জীবন দেবেই নাশি।
সার্থে মানুষ অন্ধ বলেই
বন্ধু পাওয়া ভার,
নিঃশ্বাস এবার হারিয়ে ফেলে
বিশ্বাসেরই দ্বার।